fbpx
সান্দাকফু থেকে দেখা কাঞ্চনঝঙ্গা

সান্দাকফু-মার্চ-এপ্রিল

[et_pb_section][et_pb_row][et_pb_column type=”4_4″][et_pb_text]

ভৌগলিক অবস্থানঃ

পশ্চিম বঙ্গের সর্বোচ্চ পর্বত চুড়া সান্দাকফু’র ভৌগলিক অবস্থান পশ্চিম বঙ্গে ভারত আর নেপালের মাঝামাঝি। নেপালিরা অবশ্য বলে সান্দাকফুর – একটি অতিরিক্ত বয়সিন্ন ‘র’ আছে তাদের নামে। বিভিন্ন ব্লগ আর ম্যাপে সামান্য হেরফেরে এই নাম গুলো আছে Sandakphu / Sandakphur/ Sandakfu ।  এই পর্বতের চুড়ার উচ্চতা ৩৬৩৬মিটার বা ১১৯২৯ ফিট। সান্দাকফুর চুড়া যেখানে টি-হাউজ / লজ / কটেজ গুলো আছে তার থেকে একটু দুরে মুল চুড়ার মাথাটি অবস্থিত যেটিতে উঠা একটু বিপদজনক কিন্ত উঠার পরে সান্দাকফুর ৩৬০ ডিগ্রি ভিউ দেখার পরে সেই কষ্ট উসুল হয়ে যায়। সান্দাকফু নামটি সর্বপ্রথম শুনছিলাম আমার ট্রেকিং গুরু ‘আনোয়ার ভাই’ এর মুখে, উনি বিভিন্ন সময় উনার পোর্টেবল হার্ডডিস্ক থেকে আমাকে ছবি বের করে দেখাতেন এবং প্রায়শঃই গুগল এ ছবি সার্চ করে দেখিয়ে বলতেন উনি এইসব জায়গা দিয়ে গিয়েছেন এবং এখানে এটা ওখানে ওটা। এসব শুনে শুনে আর অবসর সময়ে গুগলে ম্যাপ দেখে কিছু কিছু জায়গার নাম ও প্রায় মুখস্ত হয়ে গিয়েছিল। আমার একটি গোপন ইচ্ছা ছিল আধিক উচ্চতা আরোহণের এবং তখন মাত্র বাংলাদেশের সবোর্চ্চ পাহাড়টি আরোহণ করে ফেলেছি (মদক/ সাকা হাপং), আর তাই আনোয়ার ভাই যখন বলল সান্দাকফু’র কথা, তখন মনে মনে টার্গেট করে রেখেছিলাম ২০১২তেই সান্দাকফু ভ্রমণ করবো ইনশাআল্লাহ। যদিও মালেশিয়ার মাউন্ট কিনাবালুতে যাবার কথা ছিল কিন্ত এত টাকা ($1000) জোগার করার চাইতে ২০০০ ফিট কম উচ্চতায় সান্দাকফুকে’ই নেক্সট টার্গেটে রাখলাম।[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]

Share this post

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Share on email